এয়ারটেল বিকাশ অটো রিচার্জ
বিকাশ এনেছে নতুন অটো রিচার্জ ফিচার। গ্রাহকরা এখন বিকাশ ওয়ালেট থেকে (ইউএসএসডি এবং অ্যাপ-এর মাধ্যমে) অটো-রিচার্জ সার্ভিস নিতে পারবে এবং মোবাইল ব্যালেন্স আগে থেকে ফিক্স করা অ্যামাউন্ট-এ পৌঁছালে অটো রিচার্জ হয়ে যাবে। সেই অনুযায়ী বিকাশ ওয়ালেট ব্যালেন্স কেটে নেওয়া হবে।
কিভাবে অটো রিচার্জ অ্যাক্টিভেট করবেন -
শর্তাবলী:
- এই সার্ভিসটি শুধুমাত্র এয়ারটেল প্রিপেইড গ্রাহজদের জন্য প্রযোজ্য
- অটো রিচার্জের জন্য গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
- ইউএসএসডি এবং অ্যাপ, দুই মাধ্যমেই সার্ভিসটি উপভোগ করা যাবে।
- গ্রাহক নিজস্ব বিকাশ ওয়ালেট (একই MSISDN-এ বিকাশ ওয়ালেট) থেকে সার্ভিস উপভোগ করতে পারবে।
- গ্রাহকের মোবাইল ব্যালেন্স ১০ টাকার নিচে নামলে ( ভয়েস কলের পরে) অটো রিচার্জ ফ্যাসিলিটি পাওয়া যাবে
সার্ভিস পেতে ইউএসএসডি ডায়াল করুন অথবা বিকাশ অ্যাপে লগ ইন করুন
ইউএসএসডি’র জন্য ডায়াল করুন: *২৪৭#