আজ থেকে এক দশক আগে, ভৌতিক গল্পপ্রেমীদের জন্য Airtel চালু করেছিলো Bhoot FM। এবার আবারও, নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য দরজা খুলে যাচ্ছে এক ভয়ঙ্কর জগতের! Bhooth.com-এর সঙ্গে Airtel নিয়ে এলো রহস্যময় এক রাজ্য “অচিনপুর"!
একটা ব্যস্ত সপ্তাহ শেষে যখন শুরু হয় ছুটির আমেজ, ঘড়ির কাঁটা পেরিয়ে যায় বৃহস্পতিবার রাত ৯:৫৯-এ, ঠিক তখনই অচিনপুর ডাক পাঠায়। একবার সেই রাজ্য ঘুরে এলে, সেই ডাক উপেক্ষা করার সাধ্য কারো নাই। অচিনপুরে দেখা হয় বন্ধুর সাথে, ঘুরে বেড়ায় চেনা-অচেনা কতো মুখ, কতো অবয়ব। তাদের অস্তিত্বের পথ ধরে থেকে যায় তাদের ভয়, আর সেই ভয়ের অভিজ্ঞতাকে আমরা নিয়ে আসছি তোমার কাছে, শিহরণ জাগানো সব গল্পের মাধ্যমে।
তোমার এই ভৌতিক স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে, আমরা নিয়ে এসেছি দুইটি Horror Streaming প্যাক! *4*029# ডায়াল করে উপভোগ করো ২৪ ঘণ্টা আনলিমিটেড YouTube, মাত্র ২৯ টাকায়! আর যারা বেশি সময়ের জন্য এই ভৌতিক অভিজ্ঞতা চাও, তারা *4*179# ডায়াল করে ১৭৯ টাকায় ৩০ দিনের জন্য উপভোগ করো আনলিমিটেড YouTube! এছাড়াও অফারগুলো My Airtel App-এ পাওয়া যাবে।
ভয়ঙ্কর এক অভিজ্ঞতার জন্য তাই Airtel Buzz আর Bhoot.com-এর সাথে থাকো!
Full episode দেখতে ক্লিক করো: