এয়ারটেল নিয়ে এসেছে আপনার জন্য নিশ্চিত গুড লাক। ভাউচার জেতার জন্য অপেক্ষা করার আর কোনো প্রয়োজন নেই। এয়ারটেলের নির্দিষ্ট প্যাক কিনলেই বন্ধুদের জন্য থাকছে গোযায়ান-এর ৫০০ টাকা পর্যন্ত নিশ্চিত গিফট ভাউচার। এজন্যই, বন্ধুদের দুনিয়ায় এখন সবাই লাকি।
১. আমি কি এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারি?
আপনি যদি ৫৯৯ টাকার কম্বো প্যাক কিনেন, তাহলে পাবেন:
২. আমি এই অফারটি কোথায় কিনতে পারি?
আপনি ৫৯৯ টাকার প্যাকটি নিচের প্ল্যাটফর্মগুলো থেকে কিনতে পারবেন:
৩. আমি কীভাবে গোযায়ান ভাউচার পাবো?
৫৯৯ টাকার প্যাকটি ক্রয় করার সাথে সাথে, আপনি কুপন কোড এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন।
৪. আমার ভাউচারটি কতদিন পর্যন্ত বৈধ থাকবে?
আপনার গোযায়ান ভাউচার ২০২৫ সালের মে মাস পর্যন্ত বৈধ থাকবে। এক্সপায়ার হওয়ার আগেই জলদি ব্যবহার করে নিন!
৫. আমি কি একাধিক বার প্যাকটি কিনে একাধিক ভাউচার পেতে পারি?
না। প্রতিটি গ্রাহক শুধুমাত্র একবার গোযায়ানের ভাউচারটি পাওয়ার জন্য যোগ্য, তারা যতবারই প্যাকটি ক্রয় করুক না কেন। তবে, আপনি অতিরিক্ত ইন্টারনেট এবং মিনিটের জন্য আবার প্যাকটি কিনতে পারবেন।
৬. যদি আমি ভাউচার কোড না পাই, তাহলে কী করবো?
আপনি প্যাকটি কিনে যদি ভাউচারটি না পেয়ে থাকেন, তবে এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন সাহায্যের জন্য।
৭. আমি আমার ভাউচার কোথায় ব্যবহার করতে পারি?
আপনি গোযায়ান-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে ফ্লাইট, হোটেল, বা ট্যুর প্যাকেজ বুক করার সময় আপনার ভাউচারটি ব্যবহার করতে পারবেন।
৮. কোনো নূন্যতম ক্রয় মূল্য আছে কি?
হ্যাঁ। ১০% (সর্বোচ্চ ৫০০ টাকা) ছাড় পেতে আপনার বুকিং-এর পরিমাণ কমপক্ষে ৫০০০ টাকা হতে হবে।
রবি আজিয়াটা পিএলসি-এর লাইসেন্সকৃত ব্র্যান্ড হিসেবে, এয়ারটেল কোন পূর্ব বিজ্ঞপ্তি বা কারণ ছাড়াই যে কোনও প্রচারমূলক অফার সংশোধন, পরিবর্তন, বা বাতিল করার অধিকার রাখে। এয়ারটেলের যেকোনো প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে, গ্রাহক নিম্নলিখিত শর্তাবলী মেনে নিতে সম্মতি দিয়েছেন বলে ধরে নেয়া হবে:
এই প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে, গ্রাহকরা এই শর্তাবলী মেনে নেন। প্রচারণার শর্তাবলী লঙ্ঘন বা প্রতারণামূলক কার্যকলাপে লিপ্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারটেল উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।