ইনস্টলমেন্ট অফার

এয়ারটেল গ্রাহকদের জন্য এলো ইনস্টলমেন্ট-এ স্মার্টফোন কেনার দারুণ সুযোগ। যে ফোনটি আপনি মার্কেটে কিনতে গেলে পুরো দাম একবারে দিতে হবে তা সহজ কিস্তিতে কিনে নিন এয়ারটেল এর সাথে। বিস্তারিত অফার দেখতে নিচে স্ক্রল করুন।

অফার ডিটেইলস:

  • যেসব গ্রাহকরা এয়ারটেল থেকে এসএমএস পেয়েছেন শুধুমাত্র তারাই অফারটি উপভোগ করতে পারবেন।
  • অফারটির জন্য যারা উপযুক্ত এবং যারা উপভোগ করতে চান তাদের ১৬৭৫ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ।
  • ইএমআই মহিলাদের জন্য ৪৯৯ টাকা (১৫ মাস ) আর পুরুষদের জন্য ৫৯৯ টাকা করে (১২ মাস)
  • গ্রাহককে প্রথমে ব্যাংক এশিয়ার একটি অ্যাকাউন্ট খুলতে হবে । এজেন্ট নির্ধারিত পাঁচটি এয়ারটেল রিটেল পয়েন্টে ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে। অফার টি র্বতমানে ঢাকার পল্টন, ধানমন্ডি, গুলশান, মিরপুর, আর চট্টগ্রাম এর জিইসি এয়ারটেল কেয়ার থেকে পাওয়া যাবে ।
  • ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোনও অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই।
  • অ্যাকাউন্ট খোলার জন্য নমিনির বিস্তারিত বিবরণ ও ছবি লাগবে । নমিনির সশরীরে হাজির না থাকলেও চলবে ।
  • মহিলা গ্রাহকদের জন্য ইএমআই ১৫ মাসের জন্য প্রযোজ্য ।
  • EMI ব্যাংক এশিয়ার যেকোনো শাখা বা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট দেয়া যাবে
  • এয়ারটেল কেয়ার এর কর্মকর্তা গ্রাহকের সাথে নিয়ে আসা এনআইডি নম্বর (বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চেকিং সহ) এর বৈধতা যাচাই করবেন । নির্ধারিত গ্রাহকের পক্ষে অন্য কেউ এলে এই আর্থিক সহায়তা পাওয়া যাবে না।
  • স্টক শেষ না হওয়া পর্যন্ত গ্রাহক অফারটি নিতে পারবেন।
  • এটি কি ধরনের সার্ভিস?
    এয়ারটেল গ্রাহকদের নির্দিষ্ট একটি গ্রুপের জন্য নিয়ে এসেছে একটি হ্যান্ডসেট অফার। যার মাধ্যমে গ্রাহক কোন ধরনের ক্রেডিট কার্ড বা ডিপোজিট ছাড়াই আকর্ষণীয় ইএমআই এর মাধ্যমে এয়ারটেল রিটেইল পয়েন্ট থেকে হ্যান্ডসেট ক্রয় করতে পারবেন।
  • অফারটি কি?
    ১৬৭৫ টাকা ডাউন পেমেন্ট এবং ১২ মাসের ইএমআই-তে ৫৯৯ টাকা কিংবা ১৫ মাসের EMI-তে ৪৯৯ টাকা পেমেন্ট-এর মাধ্যমে হ্যান্ডসেটটি ক্রয় করা যাবে।
  • হ্যান্ডসেট মডেল কোনটা? এর বর্তমান বাজারমূল্য কতো?
    হ্যান্ডসেটটি হচ্ছে মাইক্রমাক্স Q4440। বর্তমান মার্কেটে আপনি কোনভাবেই আকর্ষণীয় এই ইএমআই-তে সেটটি ক্রয় করতে পারবেন না। আপনাকে একবারেই পুরো দাম পরিশোধ করতে হবে।
  • হ্যান্ডসেটটির জন্য কোন ধরনের গ্যারান্টি বা ওয়্যারান্টি কি পাওয়া যাবে?
    একদম আসল ব্র্যান্ডেড ওয়্যারান্টি পাওয়া যাবে।
  • এয়ারটেল-এর এই বান্ডলে কি কি সুবিধা পাওয়া যাবে?
    বান্ডলটিতে রয়েছে ২ জিবি ইন্টারনেট (১ জিবি রেগুলার এবং ১ জিবি ৪জি ইন্টারনেট), ৬০ মিনিট (অননেট) + ৬০ মিনিট (অফনেট) এবং ১২০টি লোকাল এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • মেয়াদ এবং অফার চেক করার কোড কি?
    বোনাস চেক করতে – অননেট মিনিট - *১২৩*০১৩#, অফনেট মিনিট – *১২৩*০১৪#, ইন্টারনেট - *৮৪৪৪*৮৮#, *১২৩*৩*৫# এবং এসএমএস- *২২২*১২#
  • বোনাস মিনিট কিভাবে ব্যবহার করতে পারবো?
    অননেট মিনিট শুধুমাত্র লোকাল অননেট নাম্বারেই ব্যবহার করা যাবে এবং অফনেট বাংলাদেশের অন্য যেকোন মোবাইল অপারেটরে ব্যবহার করা যাবে।
  • ফারটি কোন কোন রিটেইল পয়েন্ট থেকে নেওয়া যাবে?
    গুলশান, ধানমন্ডি, মিরপুর, পল্টন, জিইসি মোড় (চট্টগ্রাম)
  • এয়ারটেল বান্ডল ছাড়া কি অফারটি নেওয়া যাবে?
    এটি একটি কম্বো অফার যেখানে একটি ৪জি হ্যান্ডসেট-এর সাথে আপনি পাবেন আকর্ষণীয় এয়ারটেল বান্ডল।
  • এই ক্যাম্পেইনের জন্য কারা প্রযোজ্য হবেন? ?
    এয়ারটেল এর পক্ষ থেকে অফার এসএমএস পাওয়া নির্দিষ্ট কিছু গ্রাহক যারা রিপ্লাই করে অফার কোড পেয়েছেন তারাই এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য হবেন।
  • কোন ধরণের গ্রাহক এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য হবেন তা কিসের ভিত্তিতে নির্ধারিত হবে? ?
    এটি একটি পাইলট প্রোজেক্ট। তাই এলোমেলোভাবেই নির্দিষ্ট এলাকা এবং ব্যবহারের ধরন থেকে গ্রাহক বাছাই করা হবে।
  • পাইলট প্রোজেক্টে কোন কোন এলাকায় প্রযোজ্য?
    ঢাকা এবং চট্টগ্রাম।
  •  ক্যাম্পেইনটি কতদিন ধরে চলবে ?
    স্টক থাকাকালীন সময় পর্যন্ত।
  • পাইলট প্রোজেক্টের জন্য কতগুলো মোবাইল হ্যান্ডসেট এভেইলেবল?
    প্রাথমিক পর্যায়ে আমরা ১০০০টি হ্যান্ডসেট দিয়ে শুরু করছি। ২য় ধাপে হ্যান্ডসেটের সংখ্যা আরও বাড়বে।
  • ১২ কিংবা ১৫ মাসে ইএমআই কি আমার পক্ষে বেছে নেওয়া সম্ভব?
    এই ক্যাম্পেইনে সম্ভব নয়। হয়তো পরের ধাপে সম্ভব হবে। বর্তমানে ১২ মাসের অফারটি পুরুষদের জন্য এবং ১৫ মাসের অফারটি মহিলাদের জন্য প্রযোজ্য।
  • অফার কোডটি কিভাবে পাবো এবং এরপরে কি করতে হবে?
    অফার কোডটি পেতে টাইপ করুন YES এবং ২১২১৩-তে পাঠিয়ে দিন।
  • অফারটি উপভোগের জন্য কি কি কাগজ জমা দিতে হবে?
    আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার নমিনি’র পরিচয়পত্রের ফটোকপি, আপনার সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং নমিনি’র এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • ইনস্টলমেন্ট-এর টাকা কোথায় জমা দিতে হবে?
    আপনার নিকটস্থ ব্যাংক এশিয়া-র শাখা কিংবা এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে।
  • পেমেন্ট কিভাবে দেওয়া হবে? আমাকে কি ব্যাংক এশিয়া-তে কোন একাউন্ট খুলতে হবে?
    হ্যা। ইন্সটলমেন্ট-এর পেমেন্ট দেওয়ার জন্য ব্যাংক এশিয়া-তে একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে যা এয়ারটেল রিতেইল পয়েন্ট থেকেই খোলা যাবে কোন ধরনের ডিপোজিট ছাড়াই।
  • ব্যাংক এশিয়া-তে কি ধরনের একাউন্ট খোলা হবে?
    ব্যাংক এশিয়া-তে একটি সেভিংস ডিপোজিট একাউন্ট খোলা হবে এবং এর জন্য ডিপোজিট দরকার হবে না।
  • এই একাউন্টের মাধ্যমে কোন কোন ধরনের ব্যাংকিং সুবিধা উপভোগ করা যাবে?
    ব্যাংক এশিয়া থেকে এই একাউন্টের মাধ্যমে আপনি যেকোন ধরনের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালনা করতে পারবেন।
  • ১ম ইন্সটলমেন্ট, এরপরে ২য় ইন্সটলমেন্ট এবং ৩য় ইন্সটলমেন্ট জমা দিতে না পারলে কি হবে?
    ইএমআই দিতে না পারলে আপনি এয়ারটেল-এর বান্ডল অফারটি উপভোগ করতে পারবেন না এবং ব্যাংক এশিয়া প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।