এয়ারটেল নিয়ে এসেছে আপনার জন্য নিশ্চিত গুড লাক। ভাউচার জেতার জন্য অপেক্ষা করার আর কোনো প্রয়োজন নেই। এয়ারটেলের নির্দিষ্ট প্যাক কিনলেই বন্ধুদের জন্য থাকছে পাঠাও ফুড আর রাইডে ৩২০ টাকা পর্যন্ত গিফট ভাউচার। এজন্যই, বন্ধুদের দুনিয়ায় এখন সবাই লাকি।
১. এই অফারটি কী?
আপনি যখন ১৩৯ টাকার প্যাক অথবা ১৯৯ টাকার প্যাক কিনবেন, তখন আপনি পাবেন:
২. আমি এই অফারটি কোথায় কিনতে পারি?
আপনি ১৩৯ টাকার প্যাক অথবা ১৯৯ টাকার প্যাক নিচের প্ল্যাটফর্মগুলো থেকে কিনতে পারবেন:
৩. আমি কীভাবে পাঠাও কুপন কোড পাবো?
ভাউচারটি ক্লেইম করার জন্য এই ধাপ অনুসরণ করুন:
৪. আমার ভাউচার কতদিন পর্যন্ত বৈধ?
আপনার পাঠাও ভাউচার ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত বৈধ থাকবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই জলদি ব্যবহার করে নিন!
৫. আমি কি একাধিকবার প্যাকটি কিনে একাধিক ভাউচার পেতে পারি?
না। প্রতিটি গ্রাহক শুধুমাত্র একবার ভাউচারটি পাওয়ার জন্য যোগ্য, তারা যতবারই প্যাকটি ক্রয় করুক না কেন। তবে, আপনি অতিরিক্ত ইন্টারনেট এবং মিনিটের জন্য আবার প্যাক কিনতে পারবেন।
৬. যদি আমি ভাউচার কোড না পাই, তাহলে কী করবো?
আপনি প্যাকটি কিনে যদি ভাউচারটি না পেয়ে থাকেন, তবে এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন সাহায্যের জন্য।
৭. আমি আমার ভাউচার কোথায় ব্যবহার করতে পারি?
আপনি পাঠাও অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডার অথবা রাইড সার্ভিসের সময় আপনার ভাউচারটি ব্যবহার করতে পারবেন।
৮. কোনো মিনিমাম ফুড অর্ডার পরিমান/ পাঠাও রাইড পরিমাণ আছে কি?
হ্যাঁ। ১০% (সর্বোচ্চ ১২০ টাকা) ছাড় পাঠাও ফুড-এর জন্য পেতে, আপনার অর্ডারের মূল্য কমপক্ষে ৩৪৯ টাকা হতে হবে।
রবি আজিয়াটা পিএলসি-এর লাইসেন্সকৃত ব্র্যান্ড হিসেবে, এয়ারটেল কোন পূর্ব বিজ্ঞপ্তি বা কারণ ছাড়াই যে কোনও প্রচারমূলক অফার সংশোধন, পরিবর্তন, বা বাতিল করার অধিকার রাখে। এয়ারটেলের যেকোনো প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে, গ্রাহক নিম্নলিখিত শর্তাবলী মেনে নিতে সম্মত হন:
এই প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে, গ্রাহকরা এই শর্তাবলী মেনে নেন। প্রচারণার শর্তাবলী লঙ্ঘন বা প্রতারণামূলক কার্যকলাপে লিপ্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারটেল উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।